Posts

Showing posts from February, 2019

মধুরেণসমাপয়েৎ

                               মধুরেণসমাপয়েৎ                                 - সায়নী সরখেল (চক্রবর্তী) লেখার আগে সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডে এর অনেক শুভেচ্ছা। গত স্পেশাল ডে গুলোর উইশ খুব বাজে ভাবে করেছি,কেউ রাগ করবেন না,আমি এমনই। ফেব্রুয়ারি মাসটা বলতে গেলে পুরোটাই কাপলদের জন্য। আজ এই ডে কাল ওই ডে,তার ওপর আবার আবার সরস্বতীপূজা যা বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে।একে তো রসমালাই তার ওপর আবার ক্ষীর।দিনগুলো নিয়ে অনেকেরই অনেক প্ল্যান আবার কিছু চিরসিঙ্গেলদের কাছে শুয়ে শুয়ে ল্যাদ খাবার যোগ্য সময়। যাইহোক, কথা না বাড়িয়ে চলুন গল্পে যাই। --------------------------------------------- কলেজ থেকে বের হয়ে কানে ফোন গুজে বাড়ির দিকে রওনা হলো বহ্নি,থুড়ি ফোন না হেডফোন। আপন মনে কথা বলতে বলতে বেখেয়ালি ভাবে সাপের মতো রাস্তা দিয়ে চলছিলো সে,যেন রাস্তা দিয়ে আর কেউ যাবেনা, ওটা ওর নিজস্ব।হঠাৎ করে পেছন থেকে এসে কেউ ধাক্কা মারতেই রাস্তায় কাদায় পরে গিয়ে মাখামাখি অবস্থা হয় বহ্নির। “ কোন শালারে ধাক্কা দিলি!!!!” বলতে বলতে উঠে দাঁড়ায় বহ্নি। ধাক্কা দেওয়া ব্যক্তি আর কেউ না,ছোটোবেলার বন্ধু তন্ময়। বন্ধু বললে হয়তো ভুল