Posts

Showing posts from August, 2019
ইনকাম " মৃণ্ময়ী কাল রাস্তায় তোকে একটা ছেলের সাথে দেখলাম কে সে ?" বাবার থেকে এরকম প্রশ্ন শুনে হকচকিয়ে যায় সে। একটু সামলে নিয়ে নিজেকে মৃণ্ময়ী আদুরে গলায় বলে ওঠে "বাপি , ও হল শৌভিক। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ও পথশিশুদের সাহায্য করে টুকটাক টিউশন পড়িয়ে।" - " আচ্ছা কাল তোমার মনের মানুষটিকে লাঞ্চে ডাকো বাড়িতে।" হেসে বলে ওঠেন মনোজ বাবু। - " আমার সুইট বাবা।" বাবাকে খুশিতে জড়িয়ে ধরে মৃণ্ময়ী। -" আর হ্যাঁ ওনার পছন্দের ডিশ শুনে নিস।" পেছন থেকে হাসিমুখে বলে ওঠে অনুপমা দেবী মানে মৃণ্ময়ীর মা। পরদিন সকাল থেকেই অপেক্ষা শুরু‌ হয় শৌভিকের জন্য। বেলা একটায় কলিংবেল বাজতেই একছুট্টে দরজা খুলে শৌভিকের হাত ধরে টানতে টানতে সোফায় এনে বসিয়েই " বাপি , মামমাম তোমরা কোথায় ?" করে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে নেয় মৃণ্ময়ী। অনুপমা দেবী ব্যস্ত রান্নাঘরে। তাই গিন্নিকে ছাড়া একা চলে আসেন মনোজ বাবু। " কেমন আছো শৌভিক ?" - " ভালো কাকু। আপনি ?" - " ভালো" -" চাকরি-বাকরি নিয়ে কী ভাবছো ?"