হিসেব যদি আবার করি ভুল ,
তর্কে যদি
আবার যাই হেরে ,
অভ্যন্তরীণ
সংকীর্ণতায় মন,
ছন্দপতন
হৃদয় ঘিরে ধরে ।
নাই বা হল
পথের মাঝে দেখা ,
মনজুড়ে আমি
ভাবি একা একা ,
অন্ধকারে
হাতড়ে বেড়াই পথ ,
মন জুড়ে শুধুই
ক্ষত আঁকা ।
নিকষ কালো
গহীন চোরাপথ ,
সময় সাগরে
রাবণসম ঢেউ ,
বালির মাঝে
পড়েছি আমি চাপা ,
হাত বাড়িয়ে
আসছে নাতো কেউ !
হঠাৎ ভাবি
হতেম যদি পশু,
নিজের লড়াই
নিজে লড়তে হতো ,
সেরা হয়ে
বেঁচে থাকতে হলে ,
হিংস্র
শ্বাপদ যুঝতে একাই হতো ।
Comments
Post a Comment