যদি by TIRTHARAJ BHATTACHARJEE

 
                                                             
যদি সেদিন হাতটা ধরতি তবে আজ আমি তোর কাছেই থাকতাম। মনে পড়ছে তোর বাড়ির ‌‌‍বাঁদিকের সেগুন বনে তন্দ্রাচ্ছন্ন দুপুরগুলো  কত স্বপ্নের মত কাটাতাম। আর আজ আমরা আলাদা হয়ে আছি। তোর জন‍্য কেনা আংটিটা আজ‌ও আমার দেরাজেই রাখা হয়তো। শেষ দেখা যেদিন হল তিস্তা সেতুর ওপর, শেষবারের মত দেখা লাস‍্যময়ী তোকে আমি আজ‌ও ভুলিনি।  তোর পাশাপাশি সেতুর ওপর দিয়ে হাঁটার সময় বারবার তোকে বলছিলাম "হাতটা শক্ত করে ধর।" কিন্তু তুই ব‍্যস্ত ছিলি নিজস্বী তুলতে। আর আমি অভিমানে অবচেতন মনে হাঁটতেঁ হাঁটতে সেতুর ফুটপাথ ছেড়ে কখন যে গাড়ি চলাচলের পথে নেমে গেছি বুঝিনি। আর হঠাৎ পেছন হঠাৎ তোর ডাক শুনে সম্বিৎ যখন ফিরল তখন আর সময় ছিল না। তীক্ষ হর্ণ আর আমি গাড়ির ধাক্কায় ছিটকে গেলাম। স্বর্গে সব পাচ্ছি । কিন্তু তোর হাতটা নয়। ইচ্ছে হলেও সম্ভব নয় আর সেই সেগুন বনে বসে হাতে হাত রেখে গলা মিলিয়ে গাওয়ার "সেদিন দুজনে দুলেছিনু বনে.........."।

--তীর্থরাজ ভট্টাচার্য্য

Comments

Popular posts from this blog

Prem Mane Ato Kichhu by TIRTHARAJ BHATTACHARJEE

বাস্তব by TIRTHARAJ BHATTACHARJEE

মেঘলা by TIRTHARAJ BHATTACHARJEE