বাস্তব by TIRTHARAJ BHATTACHARJEE
চরণে জমিছে ধূলি,কোথা যাব মাগো;
দিনশেষে মাথাখানি নত করে রব।
চারিদিক ধুধু বালি,কোথা নাই কুল;
ঠিক নাই কোনোকিছু,জমে আছে ভুল।
অবিরাম চলিতেছে ব্যঙ্গ নাটক,
নাই কেউ তবু আঁটা লৌহ ফটক।
ভেদাভেদ কেন মাগো মানবের মাঝে,
মোর ধর্ম কোথা লেখা?নিতম্বের ভাঁজে?
খুজি খুজি মরি মাগো প্রশ্নের উত্তর,
বল মাগো পাব কোন বইয়ের ভিতর?
নাই যদি দিলি মাগো সত্যের সন্ধান,
দিলি কেন অবয়বে ‘মৃত’ এই প্রাণ?
-তীর্থরাজ ভট্টাচার্য্য
Comments
Post a Comment