আলো by Tirtharaj Bhattacharjee


আলো মেয়েটি বড্ড ভালো,
নূতন নুপুর পায়ে,
নিজের মত‌ ভালোই আছে,
স্বপ্নগাথা গা‌য়ে।
আলোর হাসি চাঁদের আলো,
সোনায় মোড়া শরীর,
রাজপুত্তুর খোঁজে আছে,
আলোর মত নারীর।
কে আছে ভাই আলোর মত,
দয়ালু মনের প্রতীক?
প্রয়োজনে যে অস্ত্র হাতে,
বজ্রকঠিন, নির্ভীক।
আলোর কাছে ভুল মানে ক্ষমা,
প্রবল দোষে সাজা,
নারী-পুরুষ সমান সবাই,
প্রজা হোক বা রাজা।
আদর্শতার প্রতীক আলো,
আঁধার যত‌ই থাক,
রাতবিরেতের দুঃস্বপ্ন,
আলোর তেজে খাক। 

-তীর্থরাজ ভট্টাচার্য্য

Comments

Popular posts from this blog

Prem Mane Ato Kichhu by TIRTHARAJ BHATTACHARJEE

বাস্তব by TIRTHARAJ BHATTACHARJEE

মেঘলা by TIRTHARAJ BHATTACHARJEE