সঙ্গে যাবি? BY Tirtharaj Bhattacharjee


এই মেয়েটি সঙ্গে যাবি শাল-শিমুলের বন ?
দেখবি সেথায় আকাশছোঁয়া শিমুল ফুলের লাল ,
সঙ্গে পাবি ছোট্ট একটা আধপাহাড়ী ঢাল |
এই মেয়ে তুই সঙ্গে যাবি তাল-সুপুরির বন ?
দেখবি সেথায় ছোট্ট পুকুর , জলের আলোড়ন |
এই মেয়ে তুই সঙ্গে যাবি মুক্তোর প্রান্তর?
দেখবি সেথায় নদীর মাঝে মিষ্টি বালুর চর |
এই মেয়ে চল সাগরপাড়ে , মাখনা বালি গায়ে;
ইচ্ছে যদি তোর থাকে আমিও দেব সায় |
এই মেয়েটি চলনা পাহাড়, চাবাগানের সবুজ ,
পাহাড়ী ঢাল আর জ্যোৎস্না রাত মাখবি গায়ে রোজ |
চলনা মেয়েটি কলকলাবি চলনা সাথে চল,
এই মেয়ে তুই আদর পাবি আমার সাথে চল |

-তীর্থরাজ ভট্টাচার্য্য

                                      




Comments

Popular posts from this blog

Prem Mane Ato Kichhu by TIRTHARAJ BHATTACHARJEE

বাস্তব by TIRTHARAJ BHATTACHARJEE

মেঘলা by TIRTHARAJ BHATTACHARJEE